Skip to content

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শরত রানির বসতবাটি

নদীর জলে পুঁটি খলসে
মাগুর মৃগেল মাছ
ডানা মেলে পানকৌড়ি ঐ
নিত্য করে নাচ।

শুভ্রকাশের হাসি ছড়ায়
বালুভরা চর
শরতরাণীর বসতবাটি
ছোট কুঁড়েঘর।

বকের ডানায় চড়ে রাণী
ছুঁয়ে আসে নীল
নীলের সাথে সাদা মেঘের
অপূর্ব এক মিল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ