শরত রানির বসতবাটি
নদীর জলে পুঁটি খলসে
মাগুর মৃগেল মাছ
ডানা মেলে পানকৌড়ি ঐ
নিত্য করে নাচ।
শুভ্রকাশের হাসি ছড়ায়
বালুভরা চর
শরতরাণীর বসতবাটি
ছোট কুঁড়েঘর।
বকের ডানায় চড়ে রাণী
ছুঁয়ে আসে নীল
নীলের সাথে সাদা মেঘের
অপূর্ব এক মিল।
আহমাদ কাউসার প্রকাশ:
নদীর জলে পুঁটি খলসে
মাগুর মৃগেল মাছ
ডানা মেলে পানকৌড়ি ঐ
নিত্য করে নাচ।
শুভ্রকাশের হাসি ছড়ায়
বালুভরা চর
শরতরাণীর বসতবাটি
ছোট কুঁড়েঘর।
বকের ডানায় চড়ে রাণী
ছুঁয়ে আসে নীল
নীলের সাথে সাদা মেঘের
অপূর্ব এক মিল।