Skip to content

১লা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৬ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

বিনম্র শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধা তোমায়
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি বাংলা মায়ের বরপুত্র
গাহি তোমার জয়গান।

পৃথিবীর বুকে তুমি চির ভাস্কর
শ্রেষ্ঠ কণ্ঠস্বর, বজ্রকন্ঠ
তুমি বাংলার শ্রেষ্ঠ অহংকার।

তোমার ছবি আকাশে বাতাসে
বাংলার প্রতি ঘরে
তোমার ছবি হৃদয়ে আমার
বিশ্ব চরাচরে।

১৫ আগস্ট জাতির কালো রাত
বিনম্র শ্রদ্ধা বঙ্গমাতা সহ সকল
শহিদদের।

তোমরা চেয়ে দেখ সজীব আজও
তোমাদের নাম যশ শ্রম।
দেশ থাকলে মানুষ থাকলে
যেনে রেখো তোমারাও থাকবে
অনন্তকাল ধরে বেঁচে থাকবে
হয়তো আমি থাকবো না
তুমি থাকবে
তোমরাও থাকবে
ভালো থেকো তোমরা।

অনন্যা/এসএএস