শরৎ এসেছে ফিরে
হঠাৎ বৃষ্টি আবার আকাশ মেঘহীন নীল
বাতাসের গায়ে উড়ছে ডানা মেলে চিল।
নদীর পাড়ে পোয়াতি কাশফুল গোধূলি
শিশিরস্নাত শিউলি সুবাসে শুভ্রঅঞ্জলি।
সবুজ ধানের মাঠে হাসে সাতরঙা রঙধনু
কিশোরী বেঁধেছে বেণী কাশফুল রেণু।
জোছনা ফুল শরৎ আকাশ গাঙে ভাসে
শিশির ভেজা ঘাসে সোনারোদ হাসে।
শরৎ এসেছে জলহারা শুভ্র মেঘেরা বলে
আঙ্গিনায় মাচায় হলুদ ঝিঁঙে ফুল দোলে।
জোড়া শালিক দূর্বাঘাসে খুনসুটিতে মাতে
স্বপ্নেরা নেমে আসে স্নিগ্ধ শরৎ প্রভাতে।
অনন্যা/এসএএস