পরাজয়
প্রজাপতির ডানায় রামধনু নেই
অলিহীন বাগিচায় বেঢপ বৈধব্য
ফাগুন কি জানে তার আগুনে ঘুণ ধরেছে?
কোন সে দুখে আকাশ চিলের ডানায় পালিয়ে বেড়ায়?
কোন সে দুখে নীড়েরা আসে পাখির ডানায়?
হাসনাহেনা জানে কী তার ডেরায় গেছোসাপ ঘুমোয়!
মৌমাছি দ্রাক্ষারস চুষে কেন মাতাল হয়?
দোয়েলের সাদা-কালো শিস কেন বিষময়!
কীসের এতো উথালপাথাল হাঁটুজল দিঘিতে!
নদীর নগরে ভাটিয়ালী সুর বোবা হয়ে আছে কেন?
ফেনিল সমুদ্রটা পরিচয়-হীন নিস্তেজ নিস্তরঙ্গ যেন
ঝিনুকগর্ভে বেনামি কঙ্করের ভ্রূণ বেড়ে ওঠে, মুক্তা হয় মাতৃহারা করে ।
কোন সে আনন্দে উত্তরীয় বায়ু করে এত শিলাক্ষয়!
কোন সে বেদনায় দখিনা বাতাস ধূলোস্তূপ সরায়!
রূপবতী চন্দ্র কেন কেবল সূর্যের পিছু পিছু ধায়?
অমি শঙ্কিত, আমরা আজ পতনের কিনারায়
শুধু কি চোখের জল দিয়ে ধুবে এতসব পরাজয়?