Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পেয়ালা 

চা না কফি?  নাকি  চা-ফি ? 
তুমি যা নেবে, আমারও পছন্দ একই 
এক পেয়ালায় আমরা দুজন, চুমুক দেবো 
এক ফোকাসে,  উঠবে ভেসে মুহূর্তটা

 

উড়বে তোমার মুখের হাসি, চুলের বাহার 
দুটি চেয়ার অক্ষিপলক, বসবো দুজন 
আশে পাশে ঠিক অনেকে, থাকবে ঠিকই 
বুঝবে না কেউ, আমাদের এই পেয়ালা যাপন 

 

ভুরু কাঁপন ঈশারাতে, ভাব বিনিময় 
সাদা কাপে ছাপ রাঙাবে,  লিপিস্টিক 
চুমুক তো নয়, আসলেতে মিষ্টি চুমু 
সেই ছোঁয়াতেই জীবন আমার, রাঙিয়ে দিক

 

গরম জলে উষ্ণ পরশ, এক পেয়ালা 
খুলে দেবে বন্ধ ঘরে, মনিকোঠায়, বন্ধ তালা 
সেই কোটরে কাপটাকে, বন্দী রেখো সিন্দুকে 
যাতে দেখতে না-পায় নিন্দুকে, মনে রেখো 

 

ভুলো না, ভুলো না এই বন্ধুকে…

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ