বিজয়ের গানে

বিজয়ের গানে টান লাগে প্রাণে
খুশির জীবনে কাটে গানে গানে।
মুক্ত জীবনে হাসি ভরা মনে
জীবনের মানে বিজয়ের গানে।
ইচ্ছেরা জাগে রাগে অনুরাগে
মহান সে ত্যাগে স্বপ্ন জাগে।
জয় উল্লাসে মন সব ভাসে
বিজয়ের মাঝে কথাগুলো সাজে।
কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৪ এএম
বিজয়ের গানে টান লাগে প্রাণে
খুশির জীবনে কাটে গানে গানে।
মুক্ত জীবনে হাসি ভরা মনে
জীবনের মানে বিজয়ের গানে।
ইচ্ছেরা জাগে রাগে অনুরাগে
মহান সে ত্যাগে স্বপ্ন জাগে।
জয় উল্লাসে মন সব ভাসে
বিজয়ের মাঝে কথাগুলো সাজে।