শেখ মুজিবর রহমান
ঢেঁকির শব্দে জেগে ওঠো স্বাধীনতা
ঘাম দিয়ে বীজ ফাটা, ধান ভাঙা গান
রক্ত দিয়ে ফুল ফোটা ভোর
পাখির বুক চিরে প্রাণ, শেখ মুজিবর রহমান।
ঢেউয়ের শব্দে জেগে ওঠো স্বাধীনতা
অরুণ বরুণ কিরণমালা, রূপকথা সন্তান
সূর্যের বুক থেকে, ছিনিয়ে আনলো পতাকা
নরম কাদা মাটির মানুষ, শেখ মুজিবর রহমান।
গেরিলা যোদ্ধার মতো শক্ত হৃদয়
স্রোতের প্রতিস্পর্ধার টানে, ছেড়ে যায় সাম্পান
শত্রুর মোকাবিলায়, প্রাণ দিতে জানে দেশ
প্রতিটি শেষ থেকে শুরু, অন্তের প্রাণ, শেখ মুজিবর রহমান।
অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছে অনেক
অস্ত্র চাপা দিয়ে আজ, জানাই প্রণতি, জানাই সেলাম
শান্তির বার্তা, দিকে দিকে ছড়িয়ে দিতে
জল আর আগুন দিয়ে গড়া নাম,শেখ মুজিবর রহমান।