Skip to content

বিরানভূমি

বিরানভূমি

তুমিহীন হৃদয় হয়েছে খাঁ খাঁ বিরানভূমি
চাতকের মতো তৃষ্ণায় করি ছটফট,
প্রচন্ড দাবদাহে পুড়ছে সমস্ত আকাঙ্ক্ষা
তবুও ভাঙ্গিনি করা সুতীব্র মৌনব্রত।

দিগন্তের আলো নিভে গিয়েছিলো যখন
অন্ধের মতোই ঘুরেছি এদিকসেদিক,
নড়ে গিয়েছিলো বিশ্বাসের ভীত অল্পতে
হাসিতে উড়িয়েছি ভেবে অলৌকিক।

হৃৎপিণ্ডের মাঝখানে মস্তবড় ছেদ হলো
টুকরো শিরদাঁড়া নিয়ে হাঁটার চেষ্টা,
সাগরের উত্তাল গর্জন বইছে যেন হৃদয়ে
তবু অপেক্ষা করছি দেখতে শেষটা। 

ঘড়ির কাঁটার মতো ঘুরছে ভয়ার্ত বাঁপাশ
মুখকে করেছি চিরতরেই তালাবদ্ধ,
মন আর মগজের মধ্যেই চলে দিনরাত্রি
কে সত্যে কে মিথ্যা তার অসহ্য দ্বন্দ্ব।