কালের গর্তে শৈশবের খেলা
পুরনো সেই দিনগুলি আর
আসবে নাতো ফিরে
শৈশবের সেই খেলাগুলো
দেখিনা, গ্রাম ঘুরে।
কানামাছি, গোল্লাছুট আর
হরেক রকম খেলা
কালের গর্তে তলে গেল
নতুনের এই বেলা।
শৈশবের সেই মাটির ঘ্রাণে
অনেক অনেক খেলা
স্মৃতিগন্ধায় আজো ভাসে
প্রাণে দেয় যে দোলা।