Skip to content

শুটিংয়ে কাটলো জয়া আহসানের জন্মদিন

শুটিংয়ে কাটলো জয়া আহসানের জন্মদিন

মঙ্গলবার ছিল গুণী অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। জন্মদিন মানেই সাধারণত পরিবার, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সঙ্গে কাটানো আনন্দঘন সময়। কিন্তু জয়াকে পেয়ে বসেছে পেশাদারিত্ব। আর তাই তো এবারের জন্মদিনটিও কেটেছে ক্যামেরার সামনেই, কিন্তু মন ভরে উঠেছে সহকর্মী ও ভক্তদের ভালোবাসায়।

জয়া এখন কলকাতায়। সেখানেই ‘আজও অর্ধাঙ্গিনী’ নামের একটি নতুন সিনেমার শুটিং করছেন। ব্যস্ত শিডিউলের মধ্যেও জন্মদিনের মুহূর্তগুলোকে উপভোগ করেছেন মনভরে।

মঙ্গলবার রাতে জয়া আহসানকে ফোনে পাওয়া গেলে তিনি জানান, ‘কলকাতায় এই প্রথম জন্মদিন কাটালাম। খুবই উপভোগ করেছি। গতরাত থেকেই জন্মদিনের আমেজে ছিলাম।’

জন্মদিনেও ছিল শুটিংয়ের ব্যস্ততা। সকাল থেকে ইউনিটের সঙ্গে ক্যামেরার সামনে ছিলেন তিনি। তবে কাজের ফাঁকেই সহকর্মীরা জন্মদিন উদযাপনের আয়োজন করেন। কেক কাটা হয়, শুভেচ্ছায় ভরে ওঠে সারাদিন।

‘ইউনিট থেকে কেক এনেছিল। খুব আন্তরিক একটা আয়োজন ছিল। ফ্যানদের শুভেচ্ছা তো সারাদিন পেয়েই গেছি,’ যোগ করেন জয়া।

অভিনয়ের শুরু ছোট পর্দায় হলেও বহু আগেই তা ছাড়িয়ে গেছেন তিনি। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘আলগা নোঙর’ কিংবা ‘বিউটি সার্কাস’—একটি একটি করে যোগ করেছেন অর্জনের পালক।

বাংলাদেশে পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারতে জিতেছেন তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যা এই ভূখণ্ডের কোনো অভিনেত্রীর জন্য বিরল সম্মান। সাম্প্রতিক সময়েও জয়াকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। এবার ঈদুল আজহায় ঢাকায় একসঙ্গে মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা—‘উৎসব’ ও ‘তাণ্ডব’।

‘তাণ্ডব’-এ দীর্ঘদিন পর শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সাংবাদিক সায়রার ভূমিকায় জয়ার অভিনয় একবাক্যে প্রশংসিত হয়েছে। এছাড়া চলতি বছর জয়া আহসান কাজ করেছেন ওয়েব সিরিজ ‘জিম্মি’, মিউজিক্যাল ফিল্ম ‘বাগান বিলাস’, এবং অভিনয় করেছেন ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার ‘ফেরেশতে’ সিনেমায়, যা ইতোমধ্যেই ইরানের জাতীয় পুরস্কার জিতেছে।

কলকাতাতেও তাঁর অবস্থান সুদৃঢ়। ‘আবর্ত’, ‘বিসর্জন’, ‘অর্ধাঙ্গিনী’, ‘পুতুল নাচের ইতিকথা’—প্রতিটি ছবিতেই নিজের অভিনয় মুনশিয়ানা দিয়ে জয় করেছেন দুই বাংলার মানুষের হৃদয়।

হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর মধ্য দিয়ে বলিউডেও রেখেছেন নিজের ছাপ। চলতি মাসেই কলকাতায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘ডিয়ার মা’।

একদিকে চলছে তার প্রচারণা, অন্যদিকে নতুন সিনেমার শুটিং। সব মিলিয়ে ব্যস্ততা আর অর্জনে পূর্ণ এক জীবন যাপন করছেন জয়া আহসান। জন্মদিনে সময় না পেলেও, ভালোবাসা ও শ্রদ্ধার স্রোতে ভেসেছেন তিনি। অভিনয় নিয়ে যাঁর নিষ্ঠা এতটা গভীর, তাঁর জন্য এমন একটি দিনও হয়ে উঠেছে একটি নতুন গল্প—ক্যামেরার পেছনের জন্মদিনের গল্প।