Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্ন

সদাই আমি স্বপ্ন দেখি আলো ভরা এই চোখে
মাঠ-ফসলে পূর্ণ হবে থাকবে সুখে সব লোকে।
স্বপ্ন দেখি এক মুঠো ভাত বিলিয়ে দিতে সবার তরে,
বাঁচার মতো বাঁচুক সবাই অনাহারে কেউ না মরে।

নারী-পুরুষ কাঁধ মিলিয়ে করবে কাজ এক সাথে,
সুশিক্ষায় শিক্ষা দিয়ে গড়ব জগৎ নিজ হাতে।
ঘুণেধরা সমাজটাকে গড়ব তুলে আলোকময়,
জাতের বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতির করবো জয়।

কৃষকেরা ফসল ফলায় পায় যেন তার ন্যায্য দাম,
সকাল-বিকাল কাদা মেখে ঝরে তাদের রক্তঘাম।
শূন্য গোলা ভরবে ধানে হৃদয় ভরা থাকবে সুখ,
দেখবো না আর অস্ত্রবাজী উপবাসী একটি মুখ।

সন্ত্রাসীদের নগ্ন খুনে মরবে না আর কখনও কেউ,
স্বপ্নগুলো নোনাজলে জাগায় বুকে আশার ঢেউ।
আমার দেশের মাটির কণা সোনার চেয়ে বেশী দামী,
রক্ত ঢেলে রাখবো ধরে এ পণ আমার দিবসযামী।

এমনিভাবেই স্বপ্ন কত দেখে চলি দিনমান,
ব্যর্থ হলে স্বপ্নগুলো বুক ভেঙে হয় খান খান।
তবুও আমি স্বপ্ন দেখি বাঁচার মতো বাঁচতে চাই
স্বপ্নটুকু আছে বলেই হাসতে পারি বাধা নাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ