ইন্দুবালা
আজ ইচ্ছে ছিল শরৎবাবুকে আলিঙ্গন করবো
ইচ্ছে ছিল তার দেওয়া শিউলিকে চুলের ভাজে বেঁধে রাখবো।
ইচ্ছে ছিল আলতা পায়ে মাড়িয়ে যাব ঘাসের বুকে শিশির কে।
বড় সাধ ছিল শাড়ির আঁচল মেলে অরণ্যে হারাতে।
যোজনে ফুটপাতের ঐ ভাঙ্গা বেঞ্চে বসে,
রাঙা ঠোট গরম নীরে ভেজাতে।
কাঁচের চুড়ি বাহুজুড়ে রিনিঝিনি
দিনশেষে সকল সাধ বুকের গহীনে চাপা রেখে;
উড়িয়ে দিলাম সকল দীর্ঘশ্বাস ঐ অম্বরে।
এখন আমি এইরাতের
জিয়ে থাকা "ইন্দুবালা"!