স্বপ্ন নয় সত্যি

স্প্যানে স্প্যানে স্বপ্ন-চূড়ায় আলোর ঝিলিক,
দুই পাড়ের চিরস্থায়ী বন্ধনের স্বচ্ছ দৃষ্টান্ত স্পষ্ট,
অবাক তাকিয়ে পৃথিবী, উড়ছে ঝাণ্ডা গৌরবে,
শত অভিযোগ অনুযোগ সব ধুলোয় লুটায়।
গ্রামের করিম চাচা ফোকলা দাঁতে হেসে কয়-
মুইও এইবার ঢাকা যামু পদ্মা সেতুর উপর দিয়া,
মোগো গেদু এহন আইতে যাইতে শান্তি পাইবো।
শুনে গেদুর বউ মুচকি হেসে আঁচলে মুখ লুকায়।
সাবাস বাংলাদেশ! তোমাকে সালাম জন্মভূমি,
পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা সেতু, স্বপ্ন নয় সত্যি।
অনন্যা/এসএএস