Skip to content

১৩ই মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এক বিকেলের গল্প

এক বিকেলের গল্প ছিল জমা,
বলবে বলে খুঁজলে কতজন,
নাই তো কারো সময় এতটুকু,
শুনবে বসে তোমার পাশে এসে।
ঘড়ির কাঁটায় সময় মেপে চলা,
ব্যস্ত শহর, ব্যস্ত পথের ব্যস্ত জীবন,
এটাই এখন সবার কাছে নিয়ম।

এখন তোমার অনেক অবসর,
গল্প গুলো গুছিয়ে রাখো মনে।
সময় হলে কারো, তাদের ব্যস্ত জীবনে,
হয়তো এসে পাশে, বসবে অনুক্ষণ,
শুনতে তোমার জমিয়ে রাখা কথা।
করবে শুরু কোথায় থেকে তুমি?
ভেবে রাখো এখন থেকে, করে অনুমান।

এক বিকেলের গল্প জমে জমে,
হাজার বিকেল সমান হলো সব,
অপেক্ষাতেই ছিলে এতদিন-
শোনার সময় হবে হয়তো কারো।
হয়নি সময়, কেউ শোনেনি আজও,
জমে থাকা কী ছিল সেই কথা?
এতো বছর পরেও, হয়নি সমাধান,
হয়নি বলা শেষ, তোমার কথা গুলো!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ