বন্যার ভয়াবহতা
পাহাড়সম উচ্চতায় আসছে মহাপ্লাবন
এ যেন পানিতে পানিতে এক মহাসমুদ্র
তেড়েফুঁড়ে আসছে রাক্ষুসে ঢেউগুলো
ভাসিয়ে নিয়ে কচুরিপানার দল আর বাড়িঘর।
আসছে মৃত কিছু প্রাণ, দ্রুত ভেসে যাচ্ছে স্রোতে
ভেসে আসছে অসহায় বৃদ্ধার করুণ আর্তনাদ।
আশ্রয় কেন্দ্রে জ্বলেনি ক্ষুধার্ত আগুনের শিখা
ক্ষুধায় চুপসে গেছে কচি কচি সোনামুখগুলো।
দুরন্ত একদল কিশোরের উদ্যম দাপাদাপি
ভেঙে পড়ে তীর থেকে মাটির বৃহৎ দলাগুলো
খাঁখাঁ রোদ্দুর দুপুরে অসহ্য লাগে সময় যেন যায় থমকে
প্রাণহীন প্রান্তরে কাক চিলগুলো উড়ে মাথার ওপরে।
বানভাসিদের করুণ আর্তি পৌঁছে না নিদিষ্ট গন্তব্যে
মিলিয়ে যায় বন্যার অকূল দরিয়ার প্রান্তরে
কলাগাছের ভেলায় গবাদিপশু সহ বেঁচে চলার প্রচেষ্টা
ভেসে যায় তবু দিশাহীন গন্তব্যের পানে অবিরাম।