চলছে আমার ছুটি

আজকে আমি বইয়ের পড়া পড়ছি না
স্যারের দেওয়া হোমওয়ার্কও করছি না
মেঘের ডাকে সাড়া দিয়ে
পাখির মতো ডানা নিয়ে
সকাল থেকেই ছুটছি আকাশ পানে
স্বাধীনতার রঙ লেগেছে প্রাণে।
আজকে আমায় রুটিন কাজে টানছে না
উদাসী মন নিষেধ-বারণ মানছে না
ফুল-পাখিদের সঙ্গী হয়ে
খেলার সময় যাচ্ছে বয়ে
খুশির ঢেউয়ে খাচ্ছি লুটোপুটি
আজ সারাদিন চলছে আমার ছুটি।