Skip to content

১লা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আবার আমাদের দেখা হবে

অন্য একটা প্লাটফর্মে
অন্যরকম শেষ বিকেলে
তোমার সাথে দেখা হয়ে যাবে।
অন্য একটা মানুষ পাশে
তোমার পাশে মুচকি হাসে
অন্য অনুভবে।

অন্য আমি অন্য মনে
তোমায় খুঁজি সংগোপনে,
অন্য তুমি অন্য চোখে
কারে খোঁজো মনে মনে?

অন্য ট্রেনে হঠাৎ চেপে
অন্য পথের দৈর্ঘ্য মেপে
অন্য তুমি যাবে চলে,
অন্য আমি অন্য ব্যথায়
বন্য আমি হারাই কোথায়
ভিজে চোখের জলে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ