Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হলুদ খামে ঈদের দাওয়াত


কালতো বন্ধু ঈদের দিন
আইসো মোদের বাড়ি,
দিলাম তোমায় নিমন্ত্রণ
বসতে দিবো পিঁড়ি।

আমার বাড়ি আসতে বন্ধু
করিও না যেন ভুল,
হলুদ খামে ঈদের দাওয়াত
সঙ্গে দিলাম ফুল।

ফিরনি সেমাই খেতে দেবো
বিছিয়ে শীতল পাঠি,
মিষ্টান্ন আরো দধি দেবো
দেবো হালুয়া রুটি।

সাদা ভাতের সাথে দেবো
গরুর মাংসের ঝোল,
ইলিশ মাছের ভাজা দেবো
শেষে দেবো ফলমূল।

ঈদ আনন্দে কাটুক বন্ধু
হাসি খুশি বেশ,
ঈদ মোবারক ঈদ মোবারক
হয়না বলা শেষ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ