মালাবদল
আমাদের মালাবদলের ফুলগুলো একদিন যদি
ঝরে যায়
বেদনায়, কাঁটা হয়ে যায়
তবে জেনো, একদিন ভালোবাসা ছিলো।
ফুরিয়ে যায়নি কিছুই
হারিয়ে যায়নি কিছুই
কাঁটাদেরও আছে মন
কাঁটাদেরও আছে একটা জীবন
কাঁটা বেছে বেছে, কাঁটা বদল করে এই পৃথিবীতে কতো মানুষ বাঁচে
কাঁটাদেরও ভালোবাসবার অধিকার আছে।