শরৎ প্রকৃতি
শরৎকালে পুব আকাশে
জ্বলমল করে রোদ,
প্রকৃতিতে ছন্দ ফিরে
জাগ্রত হয় বোধ।
নদীরধারে কাশফুলেরা
মিষ্টি হাসি হাসে,
কৃষাণ বধূ নবান্নতে
খুশির বানে ভাসে।
পালতোলা নৌকা চলে
শান্ত নদীর বুকে,
মাঝিমাল্লা ধরে মাছ
দুঃখ তাদের চুকে।
সাদাবক উড়ে যায়
শরৎসন্ধ্যা বেলা,
পানকৌড়ি বুনোহাঁস
জলে করে খেলা।
চারদিকটা ধূ-ধূ দেখায়
প্রখর সূর্যতাপে,
হাওর-দীঘির মাছগুলো
ভাসে পানির ভাপে।