বিবর্ণ সময়
বিবর্ণ সময় যেন কচ্ছপের মতো
ধীরে ধীরে পা ফেলে যায়,
চেনার সময় যেন অচেনার ভান
ধরে উদাসীন অপারগ।
সময়ের চোখে অসময়ে জাগ্রত ঘুম,
খিটখিটে মেজাজের চাদরে ঢাকা সময়ের অবয়ব।
মধুময় সময়ের শরীর ভালো নেই
ফোনটা ভীষণ খারাপ
জ্বরে গা পুড়ে যাচ্ছে,
মাথা ব্যথা ও তো আছে।
একটু স্নেহ আদর যত্ন চাই তার,
জ্বরের জন্য চাই সোহাগের থার্মোমিটার।
তবেই সে সুস্থ্য হয়ে তাড়াবে বিবর্ণ সময়।