উৎকণ্ঠা
স্বপ্নরা সব উঁকি দেয়
মনের গোপন কোণে,
অমোঘ বিধান মরণ জেনে
পালায় প্রতি ক্ষণে।
ইচ্ছাগুলো মুমূর্ষু বেজায়
উড়তেও পারেনা,
মহাকাশেতে পালিয়ে বেড়ায়
তবু ভয়ে উড়ে না।
জন্ম হলে মরতেও হবে
এ বিধির বিধান,
টাকার পাহাড়ে তবু মানুষ
বাড়ায় নিজ মান।
বাঁচার অনেক ইচ্ছে মনে
এ পৃথিবীর পরে,
অশান্তি আজ বিরাজ করে
প্রত্যেক ঘরে ঘরে।
অনন্যা/এসএএস