কড়া নাড়ছে অগ্রহায়ন কনক কুমার প্রামানিক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম হেমন্তের অগ্রহায়নকড়া নাড়ছে এসে,নির্মল প্রকৃতি যেনযাচ্ছে সদা হেসে।মাঠ জুড়েই সোনালী ধানপাকে রাশি রাশি,দুই চোখে স্বপ্ন বোনেচাষীর মুখে হাসি।আমন ধান কাটা হলেইআসবে নবান্ন,গোলা ভর্তি সোনার ধানেজীবন হবে ধন্য। Share