অকথ্য রুশো আরভি নয়ন প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৮ পিএম পাছে লোকে বলবে কিছু থমকে দিতে তোমায়, মন্দ কথার ফুল ঝুড়িতে শেকল বেদীর কোমায়। ভাঙবে সবে,গড়বে তুমি লড়বে বারংবার, মিথ্যে কোন মারপ্যাঁচেতে মানবে নাতো হার। এগিয়ে যাবে লক্ষ্যে তোমার পাড়িয়ে যথাতথা, ফেলবে ছুঁড়ে গহীন বনে মনগড়া সব প্রথা। Share