সে আমার হয়েছে
দুজন একসাথে পথ চলেছি
হঠাৎ করে তার কানেকানে বললাম ;’ আমার হবে’?
সে বললো না !
একসাথে পথ চললাম।
কিছু পথ যাবার পর আবার তাকে বললাম ;
“এই, তুমি আমার হবে? “
সে বললো না !
তাকে মিনতি করে বললাম ;
আমি তোমাকে গান শোনাবো, তোমায় নিয়ে কবিতা লিখবো
তোমার চুল বেঁধে দেবো,খোঁপায় ফুল গুঁজে দেবো।
সে রাগান্বিত হয়ে বললো; না না না।
আমি ভীষণ ভয় পেয়ে গেলাম।
কিছুটা পথ পিছু হটলাম ।
আবার তার কানেকানে বললাম ;
তুমি আমার হবে ?
আমি তোমার কোলে চাঁদ এনে দেবো।
সে আমার দিকে তাকিয়ে মধুর হাসলো,
আকাশের পানে চেয়ে বললো; না !
আমি বুঝে নিলাম, মনে মনে হ্যাঁ বলেছে
আমি বুঝে নিলাম,’সে আমার হয়েছে।’