‘আধুনিক বাংলা হোটেল’, হ্যালোইনে মোশাররফ করিমের সিরিজ
বাংলা সাহিত্যে ভূতের কাহিনীর অভাব নেই, এবং সেই ধারায় নতুন মাত্রা যোগ করতে আসছেন মোশাররফ করিম। বিশেষ করে হ্যালোইন উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে তার নতুন অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। এই অ্যানথোলজি সিরিজে মোশাররফ করিম প্রধান চরিত্রে অভিনয় করছেন, যা তার ক্যারিয়ারের জন্য একটি নতুন অভিজ্ঞতা।
সিরিজটি মুক্তি পাচ্ছে ৩০ অক্টোবর রাত ১২টায়, প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ দিয়ে। এতে দর্শক তিনটি ভিন্ন ভিন্ন ভয়ের গল্প উপভোগ করতে পারবেন। চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিরিজে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার এবং মিথলজির মিশ্রণ থাকবে, যা খাবারের থিমের সঙ্গে যুক্ত।
সিরিজের গল্পগুলো শরীফুল হাসানের ছোট গল্পগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এর মধ্যে ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’ নামের দুটি পর্ব রয়েছে। মোশাররফ করিম তার অভিনয়ে দেখার ও অদেখার এক অসাধারণ মিশ্রণ নিয়ে হাজির হচ্ছেন।
নির্মাতা কাজী আসাদ জানিয়েছেন, তিনি চান মোশাররফ করিম যেন ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হন। সিরিজের শুটিং চলেছে দুই মাস ধরে, যেখানে গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু ও নিদ্রা নেহার মতো শিল্পীরাও অংশ নিয়েছেন। মোশাররফ করিম তার চরিত্রগুলো সম্পর্কে বলেন, তিনি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত।