শরৎরানী
বছর ঘুরে শরৎরানী এলো আবার দেশে
নীল আকাশে শুভ্র মেঘ যাচ্ছে দেখ ভেসে,
বিলের স্বচ্ছ পানিতে ঐ শাপলা ফুল হাসে
শরৎরানী স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয় দূর্বাঘাসে।
কাশফুলের ছায়া পরে নদীর নীল জলে
শিউলি পদ্ম হিমঝুরি ফোটে গ্রাম অঞ্চলে,
শরৎকালে প্রকৃতি হয় স্নিগ্ধ কমল শান্ত
প্রকৃতির রূপ দেখে মন হয় না কভু ক্লান্ত।
মাঠ ভরা পাকা ধান আহা কি অপরূপ
উড়ন্ত মেঘবালিকাদের মনে বড়ই সুখ,
কাশ ফুলে ছেয়ে যায় নদীর চারিধার
জোসনার মোহনীয় রূপে কাটে আঁধার।