দুই শালিক

সাইকেলের চাকার মতো
ঘুরছে, নাগরদোলা
দুলছে পাখি দু 'জন
মেলায়, ল্যাজ -ঝোলা
বাদুড় ঝোলা বাসে
নগরের সার্কাসে
নট এবং নটী
করছে, খুনসুটি
আঁশ বটীতে বুড়ি
চাঁদের দেশে পরি
কাটছে শিঙিমাছ
দুজনেই , নার্ভাস
প্রথম প্রেমের ছোঁয়া
ছেলের হাতে, মোয়া
মেয়ের পপকন
নগর বৃন্দাবন
রাখাল ছেলে বাঘ গল্পে না হয় থাক
আমরা সোজাসুজি প্রেম বলতে বুঝি
মজা এবং খাজা গরম গরম গজা
জিলিপির সংসারে টস টস রস ঝরে
বান্টি এবং বাবলি খায়, আলু -কাবলি
বাদাম খোসা ওড়াই পার্কে, জোড়ায় জোড়ায়