বৃক্ষ ও নারী
জীবন বৃক্ষের শাখায়
ফুল ফোটে, ফুল ঝরে,
কেউ রাখে না খবর কোনো কালে।
মালী পরিচর্যা করে,
পানি ঢালে অকাতরে।
শেকড় মাটির গভীরে যায় পরিতৃপ্ত সুষমায়।
নব অঙ্কুর জাগে দিবসের সূর্যালোকে।
শাখা- প্রশাখা পরিপূষ্টতা লাভ করে শেকড়ের রস সঞ্চারণে।
একসময় বসুমাতা সাজে সবুজের সমারোহে।
প্রাণীকুল জীবনের স্বাদ গ্রহণ করে
মহীরুহর দানে।
তারপর তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে
রক্তাক্ত করে।
শরীরে জ্বলে আগুনের কুণ্ডলী।
জীবন ভস্মীভূত হয় ছাই হয়ে।
ঠিক এমনি নারীর জীবন।
বৃক্ষের জীবনচক্রে ধাবিত হয়,
ঘূর্ণায়মান জীবন বৃক্ষের শাখায়।