ভীমরতি
হামলা ও মামলার
এ কেমন রীতি,
অপরাধী আগলাতে
ধরে ভীমরতি।
ভালো মানুষেই শুধু
করে সাজা ভোগ,
চারিদিক থেকে আসে
শত দুর্যোগ।
বিচার করার তরে
নয় ভেদাভেদ,
আমির ফকির দেখে
না হোক প্রভেদ।
দোষীর বিচার হোক
সাধু মাফ পাক,
উঁচু ও নিচুর ভেদ
যাক ঘুচে যাক।