বিজয় খুঁজে পায়
প্রাণটা দিলো দেশের তরে
আমার ভাই বোন যুদ্ধ করে
সে কি ভোলা যায়!
নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় খোঁজে পায়।
লাখো সালাম তাদের তরে
দিয়ে যাবো জনম ভরে
রাখবো তাঁদের মান
শ্রদ্ধার সাথে শহীদ মিনর
দেবো ফুলের ঘ্রাণ।
ইতিহাসে থাকবে তাঁরা
পড়বে নতুন আসবে যারা
জানবে সহজ করে
শ্রদ্ধা ভরে করবে সরন
মাতৃভূমির পরে।