গল্পটা মিথ্যা ছিল
অধিষ্ঠিত আসনের পায়া গুলো বড্ড নাজুক
ঝকঝকে তকতকে মুখশ্রীর অন্দরে লাজুক!
সুগন্ধযুক্ত রুমালটা অসময়ে মুগ্ধতা ছড়ায়
মেকিত্বের সংমিশ্রণে অনিষ্টদের মন জুড়ায়।
জলসাঘরে নোনাঘাম মিশ্রিত শরাবের কাপ
নর্তকীর নূপুরের নিক্বণ ছন্দে কলঙ্কের ছাপ
টালমাটাল বেসামাল মস্তিষ্কের শিরায় পাপ
মহারাণীর শাড়ির আঁচলে গোঁজা অভিশাপ।
উপস্থাপিত আত্মজীবনীতে পরিপূর্ণ মাকাল
সুনামে খুঁজে পাওয়া যায় এক বিবর্ণ সকাল
ধীরে ধীরে আসল উন্মুক্ত হয় নিজ মসনদে
লিখিত গল্পটা মিথ্যা ছিল চারিত্রিক সনদে।