এলো খুশির ঈদ

বাঁকা চাঁদের হাসির সাথে
এলো খুশির ঈদ,
খোকাখুকুর নয়ন থেকে
হারিয়ে গেছে নিদ।
মেহেদি রঙ আলপনাতে
সাজাচ্ছে দুই হাত,
গল্প-গানে কখন যেন
শেষ হয়েছে রাত।
সকালবেলা গোছল করে
পরছে নতুন জামা,
ফিরনি-সেমাই-পোলাও খেয়ে
হচ্ছে শরীর ঘামা।
ঈদগা মাঠে ঈদের নামাজ
পড়ছে গরীব-ধনী,
ভেদাভেদের দেয়াল ভেঙে
শুনছে জয়ধ্বনি।
অনন্যা/এসএএস