Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব মানে

মুজিব মানের মুক্তির ছড়া
একটি স্বাধীন দেশ।
মুজিব মানে পাহাড়চূড়া
সোনার বাংলাদেশ।

মুজিব মানে স্বাধীনতার
স্বপ্ন, সুখ ও আশা।
মুজিব মানে আমজনতার
মন গভীরের ভাষা।

মুজিব মানে পূবের রবি
বিশ্ব ইতিহাস।
মুজিব মানে রঙিন ছবি
একটি উপন্যাস।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ