Skip to content

২০শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

না পেয়েই তোমাকে পেয়েছি 

এ না পাওয়ার মাঝেই আমি তোমাকে পেয়েছি 
হেরে গিয়ে আদতে আমি জিতে গিয়েছি;
সফেদ মেঘের মতো রাশি রাশি স্মৃতিমালা 
আকাশে ভেসে বেড়ায় যেন বারিদের ভেলা
বৃষ্টি হয়ে নামে কখনো অবিরল ধারায়
সাতরঙে রঙধনু উঠে স্মৃতির পাড়ায়। 

অতীতের তৃণভূমি ঘাসে ঢেকে যায়
স্মৃতির দিগন্ত রেখা ডাকে ইশারায়। 
হাসে-খেলে কথা বলে, চলে মান-অভিমান 
রেগে গিয়ে, আছো তুমি দাও হে প্রমাণ। 

অনুরাগে স্ফীত হয় হৃদয় অঞ্চল 
কঠিন বরফ গলে উষ্ণ হয় বুকের অতল।
প্রেমের নহর বহে অচিন সেই নদীর স্রোতে
বুকের ভিতর ঢেউ উঠে- বাঁচি কোন মতে।

ফুল ফোটে পাখি গায়, তুমি আসো যাও
নিশিভোর কথা বলি- স্বপনের গাও।
জেগে উঠে দেখি তুমি আছো বহুদূর
নিশার স্বপন ভাঙে, কাটে ঘুম ঘোর।

অনুরাগে আলো জ্বলে বিরহে আঁধার 
আমার মতো করে তোমায় সাজাই আবার। 
এ না পাওয়ার মাঝেই আমি তোমাকে পেয়েছি 
হেরে গিয়ে আদতে আমি জিতে গিয়েছি।

 

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ