Skip to content

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তির আহবান

জেগে ওঠো জাগ্রত বিবেক মুক্তির আহবানে
ধূলিসাৎ হোক অন্তরের কালিময় কুসংস্কার।
সমাজের তরে নিঃশেষিত সেবা উজার কর
ভাবনাগুলো তোমার হোক দীপ্ত ও শুভময়।

দূর হোক লাঞ্ছনা-বঞ্চনার কলঙ্কিত অধ্যায়
শোভিত নব সাজে রাঙাও ধূসর এ সমাজ।
তোমার হাতই হোক দিনবদলের হাতিয়ার
ঝড়-ঝঞ্ঝাট পেরিয়ে আসুক আলোর সমুদ্র।

মুছে যাক দরিদ্রতার গ্লানিময় এই সন্ধিক্ষণ
মুক্তিপাক ধরণীর সকল গ্লানি ও পরাধীনতা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ