বিবেকের পচন
আর কতটা সিঁড়ি উঠতে হবে এই অবেলায়?
স্বপ্নগুলো অধরাই থেকে গেল পরন্তবেলায়।
আস্থা অনাস্থায় বিশ্বাস অবিশ্বাসের দোলায়
কীটের প্রজননে বিষাক্ত মন ভ্রান্ত পথ চলায়।
প্রতিশ্রুতি নয় প্রয়োজন ছিল ক্ষণিকের সময়
আবেগে অনুভূতিরা পর্যবসিত আজ কোমায়।
আশ্বাসে আস্বস্ত মন অপেক্ষা যেন প্রতারণায়
বিবেকের পচন হবেই মিথ্যাচারের প্ররোচনায়।