Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন কবিতা

শিক্ষক
শিক্ষকতা যে মহান পেশা
শুধু মুখে মুখে,
মানুষ গড়ার কারিগর
শত দূঃখ বুকে।

জাতি গড়ার মহান ব্রত
তাঁর চোখ জুড়ে,
তাঁদের কষ্টে বুক ভাসে
সুখ থাকে দূরে।

অবহেলার শিকার তাঁরা
মনে ব্যথা ভরা,
কেউ দেখেনা কষ্টগুলো
বেঁচে থেকে মরা।

বিভেদ
আমরা সবাই মানব জাতি কেন ভেদাভেদ
এক রক্ত সবার দেহে তবু কেন এতো খেদ।
রবি শশী এক মোদের এক পৃথিবীতে বাস
জাতের বিচার দিবারাত্র চলছে বারোমাস।

কলো-ধলোর বিভেদ কেন একজনের গড়া
লম্বা খাটোর লড়াইটা রয়েছে যে হৃদয় ভরা।
নারী-পুরুষ আলাদা, সমান অধিকার মুখে
নারীর গর্ভে জম্ম হলেও নারী থাকে দূঃখে।

ইতিহাসে সে বিভেদ চলে কালের স্বাক্ষী হয়ে
মুখ খোলেনা তবুও মানুষ ছোট হওয়ার ভয়ে।

সমস্যাময় জীবন
মনে শান্তি নাই,
হাল হকিকত ভালো নয়
জীবন ক্ষয়ে যায়।

সমস্যাতেই জীবন গড়া
চলে অন্তহীন,
দূঃখ যেন বেড়েই চলে
নেই সুখের দিন।

জীবন আজ জরাজীর্ণ
ব্যথার দোলাচলে,
ভালো আছি বলতে হয়
মিথ্যা কথার ছলে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ