হেমন্তের পরশ
শরৎ শেষে হেমন্তকাল
নাচছে দেশে সুছন্দে,
সোনার ধানে ভরছে গোলা
হাসছে চাষী আনন্দে।
শিশিরজলে দিচ্ছে ধুয়ে
সবুজ ঘাসের অঙ্গনে,
শাপলা ফুলে দোদুল দোলে
হিমেল হাওয়ার স্পন্দনে।
নতুন চালের পিঠা-পুলি
বানাচ্ছে মা-বোন মিলে,
নবান্ন উৎসবের ছোঁয়া
রাঙাচ্ছে মন-মঞ্জিলে।