আমার মাতৃভূমি
প্রিয় এ দেশ বাংলা আমার
সব দেশের হয় সেরা
চারদিকে রূপটা দেখি
খুব সবুজে ঘেরা।
প্রজাপতি ফুল বাগিচায়
মন খুশিতে নাচে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
ডাকে গাছে গাছে।
দেখে আমার মন ভরে যায়
সোনার ফসল মাঠে
চাষি ভাইয়ের মুখে হাসি
সোনার ফসল কাটে।
মাছের আশায় জেলে ভাই
থাকে নদীর বুকে
প্রিয় দেশের মানুষ সবার
মনটা ভরা সুখে।
ফুলে ফলে ভরা এ দেশ
ছয়টি ঋতু আছে
প্রিয় দেশের গল্প চলে
সব মানুষের কাছে।