Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতায় এই দেশ

রূপ দেখে লেখা যায় শতশত কবিতা
এই দেশ লাগে বেশ, নিদারুণ ছবিটা।
মনকাড়া সবুজাভ শস্যরা দোল খায়,
হিম হিম বাতাসে পাখিসব নীড়ে যায়।

সূর্যটা হেলে যায় আকাশের নীলিমায়
রক্তিমা আভাতে দূরাকাশ ছেয়ে যায়।
ঘামে ভেজা শরীরে ব্যস্ততা চুকিয়ে
প্রেয়সীর দেখা পেতে চাষি রয় মুখিয়ে!

রাখালের বাঁশি থামে, নামে যবে সন্ধ্যা
মন জুড়ে বয় তার, নদী অলক-নন্দা!
আবিরের আভাতে গোধূলি ছেয়ে যাক
এভাবেই কবিতায় এই দেশ বেঁচে থাক।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ