Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছে

ইচ্ছে করে ডানা মেলে পাখির মতো উড়তে,
সাগরতলের সবুজ বনে মাছ হয়ে ঘুরতে।
ইচ্ছা করে ফসল হয়ে মাঠটা ভরে থাকতে,
আকাশ হয়ে মায়ের মত সবার বুকে রাখতে।

ইচ্ছে করে মেঘ হয়ে নীল আকাশে ভাসতে
বাবার বুকের কষ্টগুলো মুছে দিয়ে হাসতে।
ইচ্ছে করে লতার মত দেশটা মায়ায় বাঁধতে,
সবার দুখে দুখী হয়ে আপন মনে কাঁদতে।

ইচ্ছে করে রবি হয়ে আধাঁরগুলো ঢাকতে
গাছ হয়ে শীতল বাতাস অঙ্গভরে মাখতে।
ইচ্ছে করে ফুলে -ফলে সবুজ দিয়ে সাজতে,
দেশের মাটি বক্ষে ধরে গর্ব করে বাঁচতে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ