Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তির হাসি

পঁচিশ মার্চের রাত্রির কথা
ছাব্বিশ মার্চে স্বাধীনতা
যখন মনে পড়ে,
ঘুমন্ত ঢের বাঙালির প্রাণ
রক্তে ওরা করালো স্নান
বাংলার মায়ের ঘরে।

বীর বাঙালি উঠলো জ্বলে
মাঠে ঘাটে জলেস্তলে
করতে তারা যুদ্ধ,
পাক-সেনাদের সামনে গিয়ে
বুকের তাজা রক্ত দিয়ে
করলো তাদের রুদ্ধ।

দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
স্বাধীনতা আসলো দেশে
আমরা পেলাম মুক্তি,
স্বাধীনতার সুখটা লুটে
ব্যর্থতার সব ক্লান্তি টুটে
হলো নতুন চুক্তি।

কৃষক হাসবে মুক্তির হাসি
বাংলাদেশকে ভালোবাসি
লাল সবুজের দেশে,
বাংলার মানুষ স্বাধীনভাবে
নিত্য তাদের কর্মে যাবে
বাজবে রাখাল বাঁশি!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ