প্রতীক্ষা শামীম শাহাবুদ্দীন প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২২, ০২:৩০ পিএম পথের মাঝেই আছি এখন নেমেছি সেই প্রাতে খানিক বাদেই দেখা হবে প্রিয়জনের সাথে। তার ছোঁয়াতে হৃদ আকাশে সূর্য উঠে হেসে মেঘ কেটে ফের ঝলমলিয়ে রোদ্র নামে শেষে। নরম রোদের মিষ্টি পরশ হাতছানিতে ডাকে এই শহরে কে আছে আর আমায় বেঁধে রাখে! Share