Skip to content

১লা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শোকাবহ আগস্ট

কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস,
কাঁদছে গাছের ফুল;
কাঁদছে পাহাড়, ঝর্ণাধারা,
কাঁদছে নদীর কূল।

 

কাঁদছে পশু, কাঁদছে পাখি,
কাঁদছে দেশের লোক;
আগস্ট এলেই উতলে উঠে
সবার মনের শোক।

 

কারণ তাঁকে হারিয়েছিলাম
আমরা আগস্ট মাসে,
শেখ বঙ্গবন্ধু মুজিবুর
স্মৃতির ভেলায় ভাসে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ