অমর মুক্তিযোদ্ধা
দেশের জন্য জীবন দিয়ে
দেশ কিনেছে যারা,
বাংলাদেশের ইতিহাসে
শ্রেষ্ঠ মানুষ তারা।
তাদের জন্য পার করি দিন
হেসে-খেলে নেচে,
দেশ যতদিন থাকবে টিকে
থাকবে তারাও বেঁচে।
মনের ভেতর তাদের বসত
স্বাধীন যাওয়া-আসা,
তাদের প্রতি শ্রদ্ধা অপার
গভীর ভালোবাসা।