মার্চ এসেছে
মার্চ এসেছে বাংলাদেশে
লাল-সবুজের পতাকায়,
সেই পতাকার জমিনজুড়ে
খোকার বদন দেখা যায়।
মার্চ এসেছে বঙ্গবন্ধুর
অগ্নিঝরা ভাষণে,
সেই ভাষণে ফাটল ধরে
শাসক দলের আসনে।
মার্চ এসেছে জাতির পিতার
স্বাধীনতার ঘোষণায়,
সেই ঘোষণার বদৌলতে
বাংলা নতুন জীবন পায়।
মার্চ এসেছে বীর বাঙালির
অদম্য সৎসাহসে,
সেই সাহসে হাসছে আজও
জয় পেয়ে মন-মানসে।