Skip to content

রঙিনফুল

রঙিনফুল

খুলে যাচ্ছে খুলে যাচ্ছে 
স্কুল কলেজের দ্বার
একলা বসে ঘরের কোণে
রইবো না'তো আর।

 

সবাই মিলে স্কুলে যাবো 
আবার আগের মতো
বন্ধুর সাথে মনের কথা
বলব আছে যতো।

 

স্কুল হবে আমাদের এক
মজার রঙিন ফুল
স্বাস্থ্যবিধি মানতে মোরা
করব নাতো ভুল।

 

খুলে যাচ্ছে খুলে যাচ্ছে 
বন্ধ মনের দুয়ার
সবার মনে বইছে দেখ
আনন্দেরই জোয়ার।