একুশের চেতনার মতো

আমি আবার উঠবো জ্বলে
জ্বালাবো আলোর মশাল
তারুণ্যের আলো ছড়াবো
মুছবো সব জঞ্জাল।
আমি আবার উঠবো গর্জে
প্রতিবাদে মানবো রাজপথে
অন্যায় রুখে দেব
তারুণ্যের শক্তিতে।
আমি আবার উঠবো জেগে
একুশের চেতনার মতো
রাগে-অনুরাগে-
দুর্জয়,দুর্বার ঘূর্ণিতে।
ইমদাদ সুমন প্রকাশ:
আমি আবার উঠবো জ্বলে
জ্বালাবো আলোর মশাল
তারুণ্যের আলো ছড়াবো
মুছবো সব জঞ্জাল।
আমি আবার উঠবো গর্জে
প্রতিবাদে মানবো রাজপথে
অন্যায় রুখে দেব
তারুণ্যের শক্তিতে।
আমি আবার উঠবো জেগে
একুশের চেতনার মতো
রাগে-অনুরাগে-
দুর্জয়,দুর্বার ঘূর্ণিতে।