নিঃসঙ্গতা
হে নিঃসঙ্গতা; একাকীত্ব আমার
ছায়ার মতো কেন আসো পিছু?
সূর্য হেলা ক্লান্তরোদেের মতো কিছু
যেন চাঁদ ও মেঘের লুকোচুরি খেলা।
তুমি অনাকাঙ্ক্ষিত আগন্তুক হয়ে
নিঃশব্দে ঢুকে পড়ো অন্দরমহলে,
লুটপাট করে নাও অদৃষ্ট জোছনা
জমানো ছিল যা- জল ও পদ্মফুলে।
স্বপ্নরা পথ হারায় অমাবস্যার রাতে
হারায় জীবনের অন্ত্যমিল, দ্যোতনা।
মৃত্যুর মতো সদা সত্য অনুভবে
হৃদয়ে দাও ধুধু মরুভূমির যাতনা।
অবহেলায় জমে ওঠে ঘনকালো মেঘ
বৃষ্টির জলে ভাসে মনখারাপের ভেলা,
নেমে আসো বিষণ্ণ ছায়া হয়ে তুমি
জীবনের আকাশে গোধূলি সন্ধ্যাবেলা।